- স্বপ্ন আছে,স্বপ্ন নেই ।। কামরুল হেলাল - স্বপ্ন আছে,স্বপ্ন নেই =============== জানালার কার্ণিশে তৃণ-দেহলতা আদিম অদম্যে বেড়ে উঠে কর্কশ রোদে, লিকলিকে জিবে আকাশ ছোঁবে কখনও, স্বপ্নে স্বপ্নে বিভোর; স্বপ্নেরও প্রাণ থাকে,বেঁচে থাকে প্রকৃতির পিঠে খেলেমেলে পেরোয় শৈশব কৈশোর…… মাটির কৃত্তিম উর্বর-উদর ফুঁড়ে হাইব্রীড তৃণ-লতা-পাতা-ফল শহুরে চেইনশপে সবজির কফিনে কাঁদে, স্বপ্নরা থুবরে পড়ে থাকে খামারে কীটনাশকের গন্ধে; স্বপ্নরা প্রাণের অনুষঙ্গে সত্য স্বপ্নরা সত্যের […]
- সংশয় ।। কামরুল হেলাল - জিবনস্রোত ও জলরাশি পরস্পরের লাগি, এ ধরণী শুন্যসার জঠর আঁধার– জিবন ও জল বিনে সহি, জিবন ও জল গড়ায় ধরায় কার ইশারায় ? কেনো নিশ্বাসে তবে স্বপ্ন প্রতিপলে, তটের প্রেমে ঢেউ কাঁপে জলে, একক জিবন ছকের সময় শেষে সাপলুডু’র গিলে খাওয়া নির্নিমেষে, স্বপ্নরা শুধু ‘সতীদাহ’র মতো পোঁড়ে…. খন্ডিত জলের হেলেদুলে গড়িয়ে যাওয়া ফের কোন পাথরে […]
- সুখের সন্ধানে - যে সুখ হারিয়েছি আমি দুঃখের বন্যায় সময়ের অভিশাপে ধ্বংসের তাড়নায় , আজো তারই সন্ধানে ফিরি পথে পথে নগর প্রান্তর যত পেরিয়েছি বটে , পাইনি খুঁজে আজও পাইনিকো সুখ প্রতীক্ষার প্রহর শেষে পাই শুধু দুখ , কোথা হতে ফিরে পাই সে সুখের সন্ধান দুঃখ সুখের মাঝে যেন বিস্তর ব্যাবধান , হয়তো কোন এক, শেষ নিশিথের রাতে […]
- ধর্ম - শুনিল যবে নিঝুম আকুতি শঙ্খনিনাদ্ ঘন্টা , দুর হতে দুরে শোনা যায় সুরে আকুতি মিনতি শঙ্কা । সেথা বন্দি কত যুগ হতে কোন সে অতল তলে , হৃদয়ের আজও বালুচরে বাঁধা ধর্মধজ্জার আড়ালে । ভাঙবে কে আর ভাঙবে হেথায় পূর্ণ্য খেয়ায় বাঁধা, ধর্মের স্রোতে হারিয়ে যেতে নেই যে কারও দ্বিধা। ভাববে কবে ধর্ম যবে হবে […]
- জন্মদিন। কামরুল হেলাল। - এই কোমল অঘ্রাণে আমার পড়শী পাহাড় তোমার সবুজ শাড়ির রং মেখে গায়ে, ইশারায় কাছে ডেকেছিল আজ, খুব ভালো লাগার এক হৈমন্তিক সকাল যে ছিল ; নবান্নের এই প্রারম্ভিকে খুব ভোরের মৃদু কুয়াশার শীতালী হেমন্তে দূূর বিলের যত স্বর্ণধান-তৃণদেহ এতটুকু হাওয়ায় — তোমার নিতম্ব-কটিদেশের বাঁকের মতো হয়ে উঠে দোদুল, আজ তারাও ডেকেছিল; খুব ভালো লাগার […]
- এ কেমন ভাবে বেঁচে আছি আমি - এ কেমন ভাবে বেঁচে আছি আমি। অন্তঃসারশূন্য, বোধহীন-প্রেমহীন-নিরুদ্বিগ্ন। শুধু বুকে ফানুসের শংকিত অগ্নি, কেঁপে কেঁপে জ্বলে, কখন বুনো হাওয়ার, দস্যুতা-এসে দেয় নিভায়ে, কর্মবিমূখ একাগ্রতা। দায়হীন ভেসে থাকার আশ্চর্য ক্ষমতা নিয়ে, এ কেমন ভাবে বেঁচে আছি আমি। সম্ভ্রমের চাদরে অস্তিত্ব ধারণ অসংকুলান। লোভাতুর প্রভুদের দৌরত্বে-হতবিহ্বল প্রাণ। বড্ড বেমানান। তবু বেঁচে থাকার অভিলাষ কালকূট-পর্বত পেরিয়ে, নিরীক্ষার হস্তে, […]
- স্বপনে - সহস্র শতাব্দি যেমন নিঃশব্দে- কড়া নাড়ে সহস্র দ্বারে । ঠিক তেমনই তুমি এসেছিলে, আজকের পূর্বাভোরে। তুমি এসেছিলে বহুদিন পরে। এসেছিলে ঘুম ঘুম স্বপনে। নিঃশব্দে কড়া নেড়ে গেলে, আমার হৃদয় গহনে। নিষাদের ভিড়ে, অবসাদের ঘোরে, বিসন্ন হৃদয়ে- প্রসন্ন প্রদ্বিপ জ্বেলে দিয়ে গেলে নিঃশ্বব্দে স্বযতনে। তুমি এসেছিলে বহুদিন পরে, এসেছিলে আজকের শীতার্ত ভোরে, এসেছিলে আমার তন্দ্রাচ্ছন্ন অবচেতন […]
- বৌ - আগুন সে তো জ্বেলেছো তুমি বুকের অন্তরালে , প্রথম দেখা হৃদয় মাঝে আবেগ জানালে। খোলা সে দুয়ারে শুধু তোমার আনাগোনা , প্রেম আবেশে দুজনাতে মিলন যাতনা । জীবন জ্যোতির মাঝে তুমি ছোট্ট আলোর দিশা, তাইতো আমি নাম দিয়েছি তোমায় ভালোবাসা। দুঃখভরা জীবনটাকে সুখের আঙিনায় , ভরালে তুমি পরশ দিয়ে আলতো ছোঁয়ায় । তোমার আসা তোমার […]
- রণভূমি - সময়ের অভিশাপে ধ্বংস হবে তুমি ধ্বংসিত হতে , তোমার এই রণভূমি , লড়াইয়ে ত্বরে , লড়াইয়ে পরে রক্তকণ্যা যেন রক্তবীজ বপন করে, সেই ক্ষণিকের প্রাণ ক্ষণিকের তরে তার মুছায়ে ঘ্রান , তাতে ডেকে আনবে তোমারই মৃত্যুবাণ , সাহায্য চাইবে তুমি , কিন্তু ক্ষতবিক্ষত করবে তোমারে – সেই লড়াইয়ের পটভূমি।।
- ঋণ - সেদিন দুয়ারে দাঁড়িয়ে ছিলাম সেই অপরাহ্নে , হঠাৎ কে উঠিল ডাকিয়া “পারে যাবে কোন জনে” , তপস্বী যে পয়সার লাগি খেয়া বাহি সারাদিন , তাই তো ভুলিতে পারি না এই মা-মাটি-মানুষের ঋণ।
- তারা - আকাশ পানে অক্ষি টানে লক্ষ্য হীরক ভাসে , নীল সাগরের নীল দিঘিতে কালো সাগরের বান আসে। বানের টানে আকাশ কোনে হীরক কণার দ্বয়, কালো সাগরের বুকে যেন আলোর ছটা দেয়।।
- আশা - এসেছে নতুন দিন , হয়নি জীবন হীন, হোক তারই আহ্বান । নবীনের প্রাতে, সুবাসের সাথে, হোক না সবই স্ম্লান। জীবনের দ্বারে , ছিন্ন তারে , গাহো জীবনের জয়গান। সময় স্রোতের টানে , নিয়ে যায় কোনখানে, কোন সে অজানা স্থান। খুঁজে যাওয়া দিন , হল যে মলীন, মনের ওই আঙিনায়। রাত্রি সেইখানে , থমকে দিন আনে, […]
- নগেন খুড়ো - ও পাড়ার ওই নগেন খুড়োর ধরল মনে সখ্ , যাত্রা দলে নাম লিখিয়ে আদায় করবে হক্ । যাত্রার শখ ছোট থেকেই সুপ্ত বাসনা তার, ঘুমের ঘোরে সপ্ন দেখত স্বপ্ন যার যার। সপ্ন সে তো যা তা নয় এক্কেবারে রাজা , শাসন করছে প্রজাদেরকে দিচ্ছে কঠিন সাজা। ভাঙছে কারো হাত-পা তো কাটছে কারো কান, মারছে বুকে […]
- নতুন পুরাতন - অঝোরে ঝরে জলের ধারা কুলকিনারা নাই, কূলীর মাঝে জল জমেছে চলরে নৌকা ভাসাই। ছোট্টবেলার নৌকা ভাসা জলের ভেজা দিন, বদ্ধ ঘরে বন্দি তারা নাইকো অন্তহীন। রইছে পড়ে খেলাঘরের বাসন-কোশন মেলা, বন্দি হয়ে দিন কেটে যায় লেখাপড়ায় ভোলা। মগ্নতাতে ভরা জীবন মগ্নতাতেই কাটৈ, সুখ-দুঃখ সবই যেন লেখাপড়ার হাতে। খেলতে যেতে মন চায় না দূরের কোথাও ছুটে, […]
- ধর্ষণ - এক নিস্তব্ধ শীতের রাতে, একাকিত্বকে সঙ্গে করে একলা নিঝুম পথে হেঁটে চলেছে, একটি মেয়ে । অন্ধকারের বুক চিরে , হাজারো আশার সপ্ন নিয়ে , সে চলেছে এক চেনা গলির মধ্য দিয়ে। বুকভরা সপ্ন আর , মনভরা আশার সাথে হেঁটে চলেছে বাড়ির পথে, আজ সে প্রথম মাইনে পেয়েছে। বাড়িতে তার পুঙ্গ বাবা আর ছোট্ট বোনের মুখ […]
- মেয়েদের জায়গা কোথায় - তোমরা কি দেখতে পাচ্ছো না, শুনতে? টিভির পর্দায় বা খবরের কাগজে বারবার দেখিয়ে, কত কত লিখে আলোচিত হয়, শিরোনামের ভাজে, মিছিল হতে পারে, ধিক্কার বা নাটক, কদিন চলে, আবারও একই রকম, ফিরে আসে নতুন একটা শিহরন, আন্দোলন, বিচারের প্রত্যাশায়; কিন্তু সত্যি কি আমরা বিচার চাই আমাদের! মেয়েদের জায়গাটা কোথায় রেখেছি? মেয়েরা তো সম্মান পাবার জন্য […]
- ধর্ষন বন্ধ হোক - কিছু ঘটনা পায় শিরোনাম তোলপাড় করে দেয়, আমাদের ভিত মানুষের প্রতিবাদ মিছিলে; আওয়াজ ওঠে জোরে, বিচার চাই; তবু কত বিচার, পায় না ডেট, সব ঘটনা , পায় না সমর্থন, লজ্জা সবার, ধর্ষন যদি হয় শিশু বা বৃদ্ধার, একই চোখের জল, কেন গর্জে ওঠে না তবু; ভিসুভিয়াসের জ্বালামুখি ; সত্যি আজও অবাক হতে হয়, ধর্ষিতা আত্মহত্যা […]
- অসহায় মমত্ববোধ - পায়ে পায়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি, তুমি চলে গেছো ভিন্ন পথের বাঁকে। একটুকরো মমত্ববোধ তুমি রেখে গেলে কার কাছে। অতনু অনুভবের গভীরে নিরব দ্যোতনায়, যেখানে জল মাটির নিত্য বিবাদে প্রমত্ত নদী ভাঙ্গে কুল। বিদ্বান মহীরুহ তার সমূহ কর্ম খুঁড়ে খুঁড়ে অতলে ছড়িয়েছে শিকড়ের জাল অসহায় হৃদয়ে খুঁজে চলেছে অমৃত ভান্ডার, কখনও মনস্তাপে পায়নি খুঁজে ভুল। […]
- আমি কৃষক - আমি হাবাগোবা কৃষক- আমার প্রেম, আমার ভালবাসা আমার মনে লুকানো যত আশা ভাগাভাগি হয় মাটির সাথে, কাদা মাখি মনের পোড়া ক্ষতে। আমি লিখতে পারি না বুনতে পারি, যে বুনায়- হাজারো ছন্দ মনমাতানো গন্ধ, অপার আনন্দ যে বুনায়- বাতাস ডেউ খেলায় উদাসি কবি, হারায় সন্ধ্যা বেলায়। যে বুনায়- চিতা হরিণের কারাগারে দেশের চাহিদারা, কৃষকের দ্বারে। আমি […]
- সম্পর্ক - নোংরা রাস্তা জংলা ঝোপঝাড়, দুবাহু বাড়িয়ে রয়েছে দাড়িয়ে মৌন ধ্যানে বৃক্ষ উদার। সংশয়ের জ্বলে দীপ দোচালা দাওয়ায়। আলোছায়া কেঁপে ওঠে বিবাগী হাওয়ায়। থেমে গিয়ে কলরব, বুকে জমে থাকে ক্ষোভ, গুন্ঠন সরিয়ে কোমল অবয়ব-সম্মূখে দাড়ায়।অন্তর গৃহ কোনে সখ্যতার নিবিড় ক্ষণে, কালো কূট অন্ধকার নগরে পালায়।
[A]
বিভিন্ন বিষয় ভিত্তিক কবিতা
[A]