Skip to content

ডাক্তার, কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

বাচ্চু
হয় হাঁচছু
ডাক্তার আমি বাচ্চু নাকটা বন্ধ
বুঝেছি তোর লেগেছে ঠিক ঠান্ডা
সুতা নাকে দিলাম হাঁচছু দে তুই।
হা হা দিলাম হাঁচছু
এ কি করলি বাচ্চু।
সর্দিতে মোর নাক মুখ গুলো ভরল
বাঁচলাম ডাক্তার বন্ধ নাকটা ছুটল।

1 thought on “ডাক্তার, কাজী আনোয়ার হোসেন বাঘাবারো”

  1. Kazi Baghabaro

    ডাক্তার ছোট হোক আর বড় হোক , রোগীর রোগ আরগ্যের আপ্রাণ চেষ্টা করে। রোগী মারা যাক তা ডাক্তার চায়না। তাই রোগী মারা গেলে ডাক্তারের দোষ দেওয়া ঠিক নয়। হায়াত না থাকলে কেউ বাঁচে না। ডাক্তারী সেবামুলুক কাজ। তাই রোগীকে ডাক্তারের অবহেলা করা ঠিক নয়। কারণ রোগী বাঁচার জন্য ডাক্তারের কাছে ছুটে আসে।

মন্তব্য করুন