Skip to content

একটি সকাল – নাশিদ ববি

অধ্যায় ১

বেশ কিছুদিন তিস্মা অসুস্থ । অসুস্থ হবার যথেষ্ট কারণ আছে । কারণ তিস্মার বিয়ে । তিস্মার যার সাথে বিয়ে হবে সে বেশ বয়স্ক । পাত্রের নাম মাকেঞ্জি । আর তিস্মার বয়স মাত্র ১৬ বছর । পাড়ার সকলের নানান রকম মুখরোচক বিষয় এই বিয়ে । তিস্মা এখনো স্কুল গণ্ডি পাড় করেনি । এরই মধ্যে তার বিয়ে ! তিস্মার অনেক স্বপ্ন ছিল সে ডাক্তারি পড়বে । কিন্তু সব স্বপ্ন অচিরে ধূলিসাৎ হয়ে গেছে তার । রাতে ঠিকমত ঘুম হয় না ।এর মধ্যে ম্যাকেঞ্জি বিয়ের সব কিছু মানে বিয়ে তে কনেকে যা যা দিতে হবে সবই পাঠিয়েছে । তিস্মা কিন্তু কিছুই দেখতে না । তার এসব একদমই ভালো লাগছে না । তিস্মার দূরসম্পর্কের খালা এই বিয়ে ঘটকালি করেছেন । যদিও তিস্মা এই খালাকে দু চক্ষে দেখতে পারে না । তিস্মার বয়সের চেয়ে প্রায় চার গুণ বড় মাকেঞ্জি । তিস্মা আজ সত্যিই ভিতরে ভিতরে ভেঙ্গে পড়েছে । বিয়ে যে এতো তাড়াতাড়ি হবে সেটা সে স্বপ্নেও ভাবেনি । তিস্মা কিছুই বুঝতে পারছে না । সে কি করবে সেটাও জানে না । স্কুলের যাওয়াও তার বন্ধ হয়ে গেছে । দেয়ালে টানানো ক্যালেন্ডার আর সেখানে কালো কালি দিয়ে মার্ক করা ২০ শে জানুয়ারি ।

মন্তব্য করুন