Skip to content

“মূর্খ বন্ধুর চেয়ে চালাক শত্রু বেশি উত্তম”-মোহাম্মদ জনি

এক শহরে পাঁচ জন বন্ধু ছিল। তারা পাঁচজনই খুবই ভালো বন্ধু ‌‌। তাদের মধ্যে একজন ছিল খুবই বুদ্ধিমান।বাকি চার জন বন্ধুর প্রত্যেকেই তার ওপর নির্ভরশীল ছিল। তারা যেকোনো কাজ তাকে ছাড়া করতেই পারতো না। তারা একদিন ঠিক প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য একটি জঙ্গলে যাবে। যেমন কথা তেমন কাজ তারা জঙ্গলের মধ্যে গেল। তারা গল্প করতে করতে কখন যে গভীর জঙ্গলের মধ্যে চলে আসলো তারা তা টেরই পায়নি। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করল যে,তারা একটি সুন্দর জায়গায় পৌঁছে গিয়েছে। চারিদিকে সুউচ্চ পাহাড় পর্বত বিশাল বড় বড় খাদ এবং তার ওপরে তারা পাঁচজন বন্ধু। তারা যে জায়গাটিতে পৌঁছেছিল সেই জায়গায় প্রচুর বট গাছ ছিল। বট গাছগুলোতে ঝুলছিল বড় বড় শক্ত লতা। তারা প্রত্যেকের ছবি তোলার জন্য একটি খাদের খুব কাছে গেল। মূলত তারা জানতো না যে, তারা যে জায়গাটিতে দাঁড়িয়ে ছবি তুলছে তার নিচে একটা খাদ আছে। খাদের আশেপাশের মাটি ছিল খুবই ঝুরঝুরে। হঠাৎ করে তাদের পায়ের নিচে মাটিটা ভেঙে পড়ল। কাকতালীয়ভাবে তাদের মধ্যে বুদ্ধিমান বন্ধুটি সবার উপরের দিকে ছিল আর বাকি চারজন তার পায়ের নিচে ঝুলছিল। সবাই ভয়ে চিৎকার করতে লাগলো। তখন বুদ্ধিমান বন্ধুটি বলল যে, “চিৎকার করে কোন লাভ নেই। শান্ত হও সবাই।”তখন বাকি চারজনের মধ্যে একজন বলে উঠলো, এখন একমাত্র তুমিই আমাদের বাঁচাতে পারো। কিছু তো ভাবো।” তখন প্রথম বন্ধুটি বলল, “আমি তোমাদের কিভাবে বাঁচাবো?” আমি তো নিজেই ঝুলে আছি।” বরাবরের মতো বুদ্ধিমান বন্ধুটির মাথায় একটি বুদ্ধি আসে। বুদ্ধিমান বন্ধুটি বলল,”আমরা যখন উপরে ছিলাম আমি কিছু বটগাছ লক্ষ্য করেছি আর সেসব গাছে কিছু লতাও ঝুলতে দেখেছি।” তখন চারজন বন্ধুর মধ্যে একজন বলে উঠলো,” লতা আর বটগাছ দিয়ে কি হবে?”তখন বুদ্ধিমান বন্ধুটি বলল,”তোমরা যার যার পাশে ধরার মত কোন জায়গা পেলে ধরে থাকো। আমি সবার উপরে আছি আমি উপরে গিয়ে বটগাছ থেকে লতা ছিড়ে এনে তোমাদেরকেও এক এক করে উপরে টেনে তুলতে পারবো।” তখন তাদের মধ্যে একজন বলে উঠলো,”আমরা তো জানতাম তুমি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কিন্তু তুমি যে আমাদের মধ্যে সবচেয়ে স্বার্থপর সেটা তো জানতাম না। তুমি আমাদের এই বিপদে ফেলে নিজে একা বেঁচে ফিরে যেতে চাইছো।আমরা তো তোমাকে খুবই ভালো মানুষ ভাবতাম।”তারা সবাই প্রথম বন্ধুটিকে গালিগালাজ করতে লাগলো। এর মাঝেই প্রথম বন্ধুটির হাত মাটি থেকে ছিটকে গিয়ে খাদের মধ্যে পড়ে সবাই প্রাণ হারালো।
(এই গল্পের মূল শিক্ষনীয় বিষয় হচ্ছে মূর্খ বন্ধুর চেয়ে চালাক শত্রু বেশি উত্তম)। ধন্যবাদ

মন্তব্য করুন