Skip to content

হত্যা – মোঃ আমিনুল ইসলাম আকাশ

পরিচয় দিতে পারবে না বলে
আমায় তুমি হত্যা করলে মা?
আমি তো তোমারি রক্তমাংস পিন্ড
তোমার কলিজা কাঁপে না আমাকে করতে খন্ড-বিখন্ড?

ডাক্তার আর ভাড়াটে ঘাতকে তফাৎ কোথায়?
খুনিরা টার্গেটকে হত্যা করে টাকার বিনিময়ে
ডাক্তার আমাকে খান্দা করেছে মাতৃগর্ভে ছুরিকাঘাতে
তাদের কার্যাবলী কেবলি কি টাকা-কড়িতে?

আমার কি অধিকার ছিলো না?
তোমাদের আদর স্নেহ-শীতল মায়ার
আমি কি পারতাম না হতে কারণ ?
আমার পিতা-মাতা একত্রিত হওয়ার

আমার প্রতিটা আঘাতে তোমার কি কষ্ট হয় নাই?
যখন প্রতিটা অঙ্গ টুকরো টুকরো হয়ে বের হয়
তোমার কি গা শিউরে উঠে নাই?
তুমি কি দেখো না? প্রতিটি খন্ডে যে তরল তাতে নেই কোন জল।

তোমাদের কন্দর্পে আমি আগন্তুক তাই কি বিরক্তি ভীষণ?”
তাই কি আমাকে হত্যা করলে মা?
তোমার কি আমায় মনে পড়বে না? জানি, মনে পড়বে না।
মনে পড়লে মাতৃত্বের অমৃত অনুভূতিকে হত্যা করতে পারতে?

মাগো! সাত-পাঁচ ভেবে নিও অনঙ্গে
আর যেন খান্দা না হয় মোদের অঙ্গে
জানি তুমি একলা ভেজা আঁখিতে করবে ঘুমহীন চিৎকার
তোমার অনুশোচনা গুলো ডানা ঝাপটাবে দেখবে কেবলি অন্ধকার।

মন্তব্য করুন