Skip to content

মরে গেলে – ইসমাইল মুকুল

মরে গেলে –
শুয়ে রব মাটির গর্তে
শব্দ ও আলোহীন ঘরে
উত্তর দক্ষিণ হয়ে।

বুকের ওপর জমবে ঘাস —
সবুজ লম্বা ও ধূসর
শিথানে কাঠগোলাপ জেগে থাকবে।

খালি পায়ে কেউ কেউ —
বুকের ওপর দিয়ে হেঁটে যাবে
মাঝেমাঝে কয়েকটি ছাগল —
বুকের ঘাস খাবে
বুকের ওপর হাজারো পিঁপড়ার—
মিছিল যাবে।
আমি কিছুই বলবনা
একদম চুপ করে থাকবো
যেন আমি কিছুই দেখছিনা!

মন্তব্য করুন