Skip to content

রাত কানা, কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

গরু
খায় তরু
রাতে কানা গরু খুঁজতে গেল
ঘুরে ঘুরে আবার বাড়ি এলো
বুঝল না সে এটা তার যে বাড়ি।
ও গো কেউ কি আছ
আছি গরু পাইছ।
না মা গরু খুজলাম কোথা পাই নি
মরি জ্বালায়! আমি বউ চিনেনি?

1 thought on “রাত কানা, কাজী আনোয়ার হোসেন বাঘাবারো”

  1. Kazi Baghabaro

    রম্য কবিতা, রাত কানা মানুষ দিয়ে বুঝানো হয়েছে পরিচয় না থাকলে, আপন চাচাকে ভাই বলে, চিনা পরিচয় না থাকলে চাচাতো ভাই নিজের সামনে লান্চিত হলেও প্রতিবাদ করা হয় না। তাই এমন ঘটনা না ঘটতে আত্মীয় স্বজনদের সাথে পরিচয় রাখা সকলের উচিত।

মন্তব্য করুন