Skip to content

বাঁকুড়া – শ্রীজাত

সব্বাই চেনে লম্বা কানের ঘোড়া।
অথবা দামাল দামোদর, তার স্রোত…
এসবেরই সাথে বাঁকুড়ার নাম জোড়া,
মাথা তুলে আছে শুশুনিয়া পর্বত।

এই বাঁকুড়ায় যামিনী রায়ের গ্রাম।
কত মন্দির, কত না দালানকোঠা,
শিল্পীর হাতে পোড়ামাটি পায় নাম –
বিষ্ণুপুরের পথে পথে টেরাকোটা।

এখান থেকেই পৃথিবীর ঘরে ঘরে
ছড়িয়ে পড়ছে ডোকরার কারুকাজ।
এখান থেকেই নকশার ফুল ঝরে…
বালুচরী ছাড়া জমে কি পুজোর সাজ?

এসো, ঘুরে যাও সব পেয়েছির দেশে।
গানে গানে দ্যাখো রাসমঞ্চের ধূম…
পুজো এলে সব একাকার হয়ে মেশে
বাঁকুড়া মানেই পরবের মরসুম।

দুর্গোৎসব থেমে নেই কোত্থাও,
বাংলার প্রতি অঞ্চলে তাকে খুঁজো…
মনে রেখো শুধু, যখন যেখানে যাও
সঙ্গে রয়েছে বার্জার প্রিয় পুজো!

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।