Skip to content

জলপাইগুড়ি – শ্রীজাত

আছে অরণ্য, নদীও পড়বে চোখে…
সারা বাংলায় মিলবে না তার জুড়ি,
সে আগলে রাখে উত্তরবঙ্গকে,
নামটি তাহার? ঠিকই। জলপাইগুড়ি।

রাজবাড়ি তার সিংহদুয়ার মেলে
স্বাগত জানায় সকলকে এইখানে
কোন রং হবে কতটুকু রোদ পেলে
সেসব কেবল চা-বাগানগুলো জানে।

পথ চলে গেছে চাপড়ামারির দিকে,
জলদাপাড়াও ঘুরে যেতে পারো কেউ…
ডুয়ার্স সাজায় গাছে গাছে প্রহরীকে,
ওদিকে তিস্তা ছড়িয়ে দিচ্ছে ঢেউ!

পাহাড় ডাকছে, মাঠে মাঠে ডাকে কাশ…
বলো, উৎসব শুরু হবে কতদিনে?
পুজোর গন্ধে মাতোয়ারা চারপাশ
জলপাইগুড়ি সেজে ওঠে আশ্বিনে।

দুর্গোৎসব থেমে নেই কোত্থাও,
বাংলার প্রতি অঞ্চলে তাকে খুঁজো…
মনে রেখো শুধু, যখন যেখানে যাও
সঙ্গে রয়েছে বার্জার প্রিয় পুজো!

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।