Skip to content

মুর্শিদাবাদ – শ্রীজাত

হুগলি নদীটি ঘিরে থাকে এক পাশ –
একদিন ছিল বাংলার রাজধানী।
যেখানে এখনও কথা বলে ইতিহাস,
মুর্শিদাবাদ নামেই তো তাকে জানি।

এখনও এ-মাটি রোমাঞ্চে খোঁজে সে-ই…
কাহিনি শোনায় মুর্শিদকুলি খাঁ’র
সিরাজের নামে বসেছিল এখানেই,
বাংলার শেষ নবাবের দরবার।

হাজারদুয়ারি জেগে থাকে আজও একা
দরজায় তার স্মৃতির বসতবাটি,
কী যে ভাল লাগে হাতে তুলে নিয়ে দেখা
খোশবাগ আর ইমামবড়া’র মাটি।

মুর্শিদাবাদী রেশমের কারুকাজ
তাকে ঘিরে কত পর্যটকের ভিড়,
সবই সেজে ওঠে পুজোর জন্যে আজ…
রং বেছে নেয়, ষষ্ঠী বা দশমী’র।

দুর্গোৎসব থেমে নেই কোত্থাও,
বাংলার প্রতি অঞ্চলে তাকে খুঁজো…
মনে রেখো শুধু, যখন যেখানে যাও
সঙ্গে রয়েছে বার্জার প্রিয় পুজো!

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।