Skip to content

পুরুলিয়া – শ্রীজাত

বেড়াতে এলেই ধুলো ওড়ে পায়ে পায়ে
সভ্যতাকেও মনে হয় সহজিয়া,
যেদিকে তাকাও, শহরে গঞ্জে গাঁয়ে,
মাটির হয়েই কথা বলে পুরুলিয়া।

বহু শতকের ইতিহাস নিয়ে জলে
কংসাবতীও বয়ে চলে যায় একা,
এখানে গল্প প্রবাদের কথা বলে।
পথে যেতে যেতে প্রকৃতির সাথে দেখা।

কত না কাহিনি ছৌ নাচে বলে যাওয়া
পুরুলিয়া মানে মুখোশের কারিগর
শাল-জঙ্গলে নানান রঙের হাওয়া,
পুরুলিয়া মানে বাংলার বাড়িঘর।

পূর্ণিমা রাতে পাহাড়ি জ্যোৎস্না বুকে
টানটান হয়ে অযোধ্যা জেগে আছে…
এসবেরই মাঝে শরতও পড়েছে ঢুকে
পুজো পুজো রং, শিউলির গাছে গাছে!

দুর্গোৎসব থেমে নেই কোত্থাও,
বাংলার প্রতি অঞ্চলে তাকে খুঁজো…
মনে রেখো শুধু, যখন যেখানে যাও
সঙ্গে রয়েছে বার্জার প্রিয় পুজো!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।