Skip to content

দূর – শ্রীজাত

সবকিছু থেকে দূরে সরে যাওয়া ভাল।
অযথা বিরোধ উঠবে না কথাপিছু,
যেভাবে হারায় পাক খেতে খেতে পালক…
কেবল প্রশ্ন, কাকে বলে সবকিছু?

বহু কাছে থাকা সেলাই করেই দূর।
মাইলফলক বসানো রয়েছে হাতে –
ছেড়ে তো এলাম পান্থশালার মোম,
তবু আবছায়া পারবে কি বদলাতে?

জংলা পাহাড়, বাগানকুঠির ঘাস
দেখা, বিনিময়, চিঠি লেখা, বন্ধন
ঝরে ঝরে পড়ে একে একে মন থেকে…
সব যায়। শুধু আলগা হয় না মন।

সবকিছু থেকে দূরে সরে যাওয়া ভাল।
পা ফিরে যাচ্ছে… শ্রান্তিতে মাথা নিচু…
যেভাবে হারায় পাক খেতে খেতে পালক,
কেবল প্রশ্ন, কাকে বলে সবকিছু?

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।