Skip to content

দরবেশ – শ্রীজাত

কোথায় গেলে, তা জানি না। আছো যে, তা ঠিক।
আঁজলা ভরে তুলেছ সুর, করেছ আহ্নিক।

অনেক দিনের স্নান বাকি তাই গানেই দিলে ডুব…
সব খোয়ানোর পরেই মেলে ফকিরি মনসুব।

তাকাতে খুব দূরের দিকে। সুর যেখানে যায় –
সেই জীবনের ছোঁয়াচ পেলে বাঁচে কি বান্দায়?

যেখানে তার যখন বসত, সেইখানে তার দেশ
খুব বেশিদিন এক সাকিনে থাকে না দরবেশ।

নিজেই নিজের মোকাম সে যে, কী জানে আনজন –
যেমন জ্বলে দিনের শেষ আন্ধারে লন্ঠন,

তেমন জ্বলে পথের কিনার। ছাই-মেলানো পা…
আগুন মুছে হাঁটতে থাকে, যেদিকে সন্ধ্যা।

এই শহরেও সন্ধে নামে, তোমার নামে দিন
মনখারাপের আলখাল্লা এবার বেরঙিন।

দেখা নাহয় না-ই হলো আর। সুর হবে না শেষ।
খুব বেশিদিন এক সাকিনে থাকে না দরবেশ…

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।