Skip to content

বীরভূম – শ্রীজাত

পথ চলে গেছে শালবন থেকে ঘুরে…
দিকে দিকে তার হৃদয়ের মরসুম
শান্তির এই নিকেতনে, বোলপুরে,
মনের রং তো লালমাটি, বীরভূম।

বীরভূম মানে বাউলের একতারা
রামকিংকর হাতে তুলে নেন তুলি
সাঁওতালি গ্রামে মাদল বাজায় কারা…
ডাক পাঠাচ্ছে জয়দেব, কেন্দুলি।

পলাশের বন, কোপাই নদীর তীর
বক্রেশ্বরে, তারাপীঠে দেখা হবে।
পৌষমেলায় অচেনা মুখের ভিড়,
তাদেরই চিনব, বসন্ত উৎসবে।

রাঙাধুলো ওড়ে, যতবার যাই আসি
রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকেন দূরে…
এসব মিলিয়ে শরতের বানভাসি
বাঁশি বেজে ওঠে পুজোর নতুন সুরে।

দুর্গোৎসব থেমে নেই কোত্থাও,
বাংলার প্রতি অঞ্চলে তাকে খুঁজো…
মনে রেখো শুধু, যখন যেখানে যাও
সঙ্গে রয়েছে বার্জার প্রিয় পুজো!

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।