বহু শব্দ অপরাধী। বহু বর্ণ চোর।
যে-মুহূর্তে তুমি, প্রিয়, উপমাবিভোর,
তারা কেড়ে নেবে সব। আগে বহুবার
এরকমই অভিজ্ঞতা হয়েছে আমার।
এখানে সমস্ত শর্ত ছলনায় বোনা –
রাতে কবিতার পথে একা বেরিও না।
[A]
বহু শব্দ অপরাধী। বহু বর্ণ চোর।
যে-মুহূর্তে তুমি, প্রিয়, উপমাবিভোর,
তারা কেড়ে নেবে সব। আগে বহুবার
এরকমই অভিজ্ঞতা হয়েছে আমার।
এখানে সমস্ত শর্ত ছলনায় বোনা –
রাতে কবিতার পথে একা বেরিও না।
[A]
সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে!
দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।