Skip to content

চাহনি – শ্রীজাত

তোমার চেহারা, যেন আয়নার খনি।
ধাক্কা খেয়ে ফিরে আসা প্রতিটি চাহনি
আলাদা সময় দ্যাখে। আমি তার দূরে
ফেলি আপনার ছায়া, কলহমুকুরে।

প্রতিমুখ ভেঙে যায়, তবু মুখ জাগে…
আমাকে প্রধান করো। অতীত বিভাগে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।