Skip to content

মদির স্বপনে মম বন-ভবনে – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু মিশ্র কাহারবা

মদির স্বপনে মম বন-ভবনে
জাগো চঞ্চলা বাসন্তিকা, ওগো ক্ষণিকা!
মোর গগনে উল্কার প্রায়
চমকি ক্ষণেক চকিতে মিলায়
তোমার হাসির জুঁই-কণিকা।
ওগো ক্ষণিকা॥
পুষ্পধনু তব মন-রাঙানো
বঙ্কিম ভুরু হানো হানো!
তোমার উতল উত্তরীয়
আমার চোখে ছুঁইয়ে দিয়ো,
ওগো আমি হব তোমার মালার মণিকা।
ওগো ক্ষণিকা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।