Skip to content

[A]

চৈতী কাহারবা

মনের রং লেগেছে
বনের পলাশ জবা অশোকে।
রঙের ঘোর জেগেছে
পারুল কনক-চাঁপার চোখে॥
মুহুমুহু বোলে কুহুকুহু কোয়েলা
মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়
ডালিম ফুলের নব কোরকে॥
ফুলেরই পরাগ-ফাগের রেণু
ঝুরুঝুরু ঝরিছে গায়ে ঝিরিঝিরি চৈতি বায়ে
বকুল-বনে ঝিমায়
মধুপ মদির নেশার ঝোঁকে॥
হরিত বনে হরষিত মনে
হোরির হররা জাগে,
রঙিলা অনুরাগে।
নূতন প্রণয়-সাধ জাগে
চাঁদের রাঙা আলোকে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।