Skip to content

ভেঙো না ভেঙো না ধ্যান – কাজী নজরুল ইসলাম

[A]

জংলা দাদরা

ভেঙো না ভেঙো না ধ্যান
হে মম ধ্যানের দেবতা।
পূজা লহো অর্ঘ্য লহো
কোয়ো না কোয়ো না কথা॥
পাষাণ-মুরতি তুমি
পাষাণ হইয়া থাকো,
মন্দির-বেদি হতে
ধরার ধুলায় নেমো নাকো,
তুমিও মাটির মানুষ
বুঝায়ে দিয়ো না ব্যথা॥
সহিব সকলই স্বামী
হেনো হেলা ব্যথা দিয়ো,
সহিব না অপমান
আমার ভালোবাসার, হে প্রিয়!
থাকো তুমি প্রাণের মাঝে
তোমার মন্দির যথা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।