Skip to content

তোমার সন্তান আমি দিয়ে যাব – শক্তি চট্টোপাধ্যায়

তোমার বুকের পাশে শুয়ে থাকবে বিপুল আক্রোশে,
স্তনদুটি শঙ্খনাদ করে উঠবে ঘুমন্ত কামড়ালে,
নাভিগর্তে আঙুলের রক্ত ও প্রপাত পড়বে ঝরে—-
এ-বয়সে সব কাজ করতে পারি প্রেমে ও সম্মোহে |
বিদায় নেবার আগে বলে যেও অধরে চুম্বন
বারবার ভিক্ষা করি, আমাকে জাগাও নিরুপমা—
আমাকে জাগাও আর গ্লানি দিও ছড়িয়ে-ছিটিয়ে,
এ-বয়সে ভিক্ষাবৃত্তি কেবল আমাকে শোভা পায় !
জানি না বলেই আসি, নিকটেতে স্বজন রয়েছে |
তারি মধ্যে রং খেলা এ-বয়সে সমূহ মানায়,
তোমার চুম্বনরসে মদ্যপান করি,
মুহূর্তে শতাব্দী কেটে যায় !
যাবার সময় ব’লো ফিরে আসবে শুকতারা হ’লে
সন্ধ্যার বিপুল ছায়া ভাঙে এসে পশ্চিমি দরজায় ;
যাবার সময় বলি, ক্লেদ মরে হিংসার দু’পাশে,
আমি ব্যগ্রতম হাতে তোমাকে সাজাই—
দাঁড়াও, আশির নখে ভিক্ষা দাও, নিঃস্তব্ধতা থেকে
তোমার সন্তান আমি দিয়ে যাব, দ্বিরুক্তি করব না ||

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।