Skip to content

এবার আমি ফিরি – শক্তি চট্টোপাধ্যায়

.এবার আমি ফিরি ফেরার কুতূহলে
এবার আমি ফিরি ফেরায় কামনায়
অনেক হলো দিন অনেক হলো বলে
এবার আমি ফিরি ফেরার কুতূহলে
এবার আমি ফিরি ফেরার কামনায়
অনেক হলো দিন অনেক হলো হায়
দিনের বেলা ঘরে, ঘরের বেলা দিন
রাতের মেঘ সবই গড়ায়ে যায় জলে
নিজেরে সাবধান করিতে হবে খুব
পরেরে সাবধান করিবে তুমি আসি
তোমার ভুলগুলি তুমি কি ভুলে যাবে
তোমার ভুলগুলি আমি যে ভালোবাসি
এবার ফিরি আমি ফেরার বেলা হলে
এবার ফিরে যাই ফেরার কামনায়
দিনের বেলা ঘরে রাতের মেঘ করে
রাতের বেলা ঘরে দিনের মেঘ নাই |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।