Skip to content

সান্ধ্যকালীন – প্রদীপ বালা

এই যে আমার বৈকালি শীত নষ্ট হাওয়ার ভাবনা যত
সেভাবে কি ফেরৎ পাবো গোপন শহর নীজের মত?

টিউশানি আর বইয়ের ভাঁজে নষ্ট কাজে যে মুখ খুঁজি
চাইলে কি আর সব পাওয়া যায় এখন তো সবই বুঝি

ভালোবাসা মন্দবাসা সেসব হিসেব কেই বা করে
এখনও ঠিক সন্ধ্যে হলেই সে’ও তো আবার প্রেমে পড়ে

ফ্লাইওভারের ফুটব্রিজেতে সেও তো দাঁড়ায় দু-হাত ধরে
তারও তো সব স্বপ্ন ওড়ে এই শহরের ফ্লাইওভারে

সেখান থেকে উড়াল দিও যেমন দিতে ঘরের কোণে
সন্ধ্যে বেলায় একলা ঘরে ভুল জমতো মুঠোফোনে

সব তো বোঝো ‘ভুল ছিল সব’ রাত্রি জুড়ে ভুলের বাণী
আস্ত শহর তোমায় দিলাম নিতেও পারো সবই জানি

আমার কি আর, বেশতো আছি নিজের মতোই রাস্তা চলি
‘এখনও সময় ঠিক হয়ে যা’ মনকে তো সেই রোজই বলি

মন তো আজো উদোম হয়ে সব পুড়িয়ে উষ্ণতা চায়
আমিও দেখি হুড়মুড়িয়ে সন্ধ্যে নামছে বেলঘরিয়ায়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।