Skip to content

আমায় একটু আগুন দিও – প্রদীপ বালা

আমায় একটু আগুন দিও
ফুরিয়ে যাওয়া শীতের শেষে
বসন্তেরই কড়া নাড়ায়
যখন শুধুই রৌদ্র ছড়ায়
শহরতলির অন্ধগলি,
যখন কোন ক্লান্ত যুবক
দাঁড়ায় এসে মিছিল শেষে
যখন কোথাও শান্তি নেই আর
তবু সবার মুখের ওপর
শান্তি-মুখোশ দারুণ ভাবে
আটকে আছে রোদের মতো
কিম্বা কোন বৃষ্টি ছাঁটে
দুরন্ত এক কালবৈশাখী
শহর জুড়ে প্রচন্ড এক
দমকা হাওয়ায় দিচ্ছে ফাঁকি

তখন শুধুই ধুলো ওড়ে
রাস্তা ক্ষয়ে রক্ত ঝরে
পায়ের পাতায় শান্ত বিকেল
রোদ শুষে নেয় জীবন থেকে
অন্ধকারের করাল থাবা
গ্রাস করে নেয় বস্তিজীবন
উদোম হাওয়ায় ছড়িয়ে পড়ে
নগ্ন মানুষ নষ্ট ভুবন
ব্যস্ত সমাজ

তখন আমায় আগুন দিও
অন্যকিছু চাইছি না আর
ভালোবাসা,
সেসব রেখো তাঁদের জন্য
যারা শুধুই সমাজ থেকে
বহুদূরে ভালোবাসায়
থাকতে পারে সব এড়িয়ে
তাঁদের তুমি জড়িয়ে নিও

ওই যে দূরে দেখতে পাচ্ছ
দিগন্তে সব প্রেমিক যুগল
গাছের ছায়ায় বন্য মায়ায়
কী আবেশে ঠায় দাঁড়িয়ে
শহর ছেড়ে মাঠ পেরিয়ে
ওই যে যাদের শ্যাম্পু চুলের
কোমল পরশ মেখে নিচ্ছে
যুবতীরা আঁজলা ভরে
ওই যে যাদের মাথার চুলে
রোদ খেলে যায় বছর ভরে
তাঁদের জন্যই ভালোবাসার
শান্ত পরশ, কোমল ছোঁয়া
তাঁদের জন্যই অবাধ্য সব
খুনসুটি আর বিকেল বেলা
কপট মায়া
তাঁদের জন্যই আকাশ নীলে
উড়াল দেয়ার রাস্তা গুলো
থাক না তোলা

ওসব আমার চাইনা কিছুই
তার চে বরং আরও দূরে
কষ্ট করে তাকিয়ে দেখো
শহর পোড়া গন্ধ পাবে
তার ভেতরে আগুন চোখের
মশাল হাতের মিছিল পাবে
তার ভেতরে কোথাও আমি
হাঁটছি শুধু হেঁটেই যাচ্ছি
পচা গলা সমাজ মানুষ
ভদ্রমুখোশ সার বেঁধে সব
রাস্তা পাশে দেখছে হেসে
হালকা হাওয়ায় উড়ছে ফানুস

আমায় তখন আগুন দিও
চোখের ভেতর বুকের ভেতর
দুরন্ত এক আগুন দিও
শরীর সেঁকার আগুন দিও
মনের ভেতর অদম্য সব
ইচ্ছেগুলো জাগিয়ে রাখার
আগুন দিও
ভালোবাসা থাক না তোলা
শান্তি প্রিয় তাঁদের জন্য
কী এসে যায় এক জীবনে
সব কিছু নয় নাই বা পেলাম

যা ছিল সব গোপন কিছু
একলা বিকেল ঘুম হীন রাত
শরীর থেকে হৃদয় থেকে
তোমায় দিলাম
তার বদলে একটু খানি
আগুন চাইছি…

আমায় শুধুই আগুন দিও
একটু হলেও আগুন দিও

2 thoughts on “আমায় একটু আগুন দিও – প্রদীপ বালা”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।