Skip to content

শূণ্য – প্রদীপ বালা

শূণ্য থেকে শুরু করি এসো
পেছন ফিরে হাত রাখি ফের হাতে
শূণ্য করেই না হয় ভালবেসো
প্রেম পুড়ে খাক শূণ্য হতে হতে

সে পোড়া প্রেম বুকের ভেতর জ্বেলে
শহর চষে চষে ঘুরে বেড়াই
সাধ হয় আমারও সুযোগ হলে
সে আগুনে তোকেও যদি পোড়াই

তবে মন্দ নয় বেশ ভালোই হত
পুড়িয়ে পেতিস ইচ্ছে মতন জয়
নাছোড়বান্দা স্মৃতি আছে যত
ধমকে চমকে দিতিস তাদের ভয়

সেসব ভয়ের ছোট্ট ছোট্ট কণা
ছড়িয়ে দিতিস সারা শহরজুড়ে
ইচ্ছে হলেও ডাকতে তাদের মানা
সবাই বিকোয় খুচরো প্রেমের ভারে

তবে সেসব প্রেম বুক পকেটেই থাক
মাঝে মাঝে ঝমঝমিয়ে উঠুক
বুক থেকে বুক ছড়িয়ে পড়ে যাক
নামটা না হয় বদনামিতেই থাকুক

বদনামে আজ শহর হল কানা
কানা শহর প্রেমের কর্পোরেট
কি যে হবে সবই তো তোর জানা
মাথার ভেতর পুড়ছে সিগারেট

সে সিগারেট ছেড়ে দিলাম এবার
ভাবছে সবাই এটা আমার পূণ্য
তুই তো জানিস যা ছিল একার
স্মৃতির সেসব প্যাকেট এখন শূণ্য

1 thought on “শূণ্য – প্রদীপ বালা”

 1. তোমার জন্য 🥰
  গ্রীস্মের দিনে ইস্কুলের ওইখানে ছাতা আর হাত পাখা হাতে তোমার অপেক্ষায়,
  মাথায় ছাতা ধরে রাখবো যদি তাও গরম লাগে পাখার বাতাসে তোমার হৃদয় শান্ত করে দেব,-তোমার জন্য
  বর্ষার দিনে -বৃষ্টিতে ভিজলে জ্বর হবে জেনেও তোমায় নিয়ে পথঘাট হেটে বেড়াবো
  তোমার যদি জ্বর আসে প্যারাসিটামল আর জলপট্টি নিয়ে সারা রাত তোমার পাশে বসে থাকবো, –
  মন খারাপ হলে হুক খোলা রিক্সায় সারা শহর ঘুরে বেড়াব,
  সিনেমার নায়কের মত প্লেনে সাত সাগর পাড়ি দিয়ে নয়, পায়ে হেঁটে হলেও তোমায় একবার দেখার জন্য ছুটে যাব,
  ১২ বছর নয় শরীরের শেষ নিশ্বাস পর্যন্ত তোমার ভালোবাসার নৌকা বেয়ে যাব,
  -শুধু তোমার জন্য
  –রেজওয়ান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।