Skip to content

অনেক কথা বলার ছিল – প্রদীপ বালা

আমার কিছু কথা ছিল

বুকের ভেতর খামচে ধরা অভিমানী
কাঁটার মত
কষ্ট ছিল
ন্যাপথালিনে ডুবে থাকা গভীর জলের মাছের মত
রূপোলী আঁশের
স্বপ্ন ছিল
সময় করে বলব ভেবে নীল রঙেতে ডুবিয়ে রাখা
অবাধ্য সব
ইচ্ছে ছিল

বলা হল না

এক পশলা বৃষ্টি ভেজা একটা দুপুর
নিজের করে
পাওয়া হল না
একটু খানি সূর্য মাখা উদাস বিকেল
পাশাপাশি
হাঁটা হল না
একটা দুটো নিয়ন বাতির ঝলসানো রাত
মুখোমুখি
বসা হল না

অনেক কথা বলার ছিল
কিছুই তবু
বলা হল না

1 thought on “অনেক কথা বলার ছিল – প্রদীপ বালা”

  1. তাকে ভালবেসেছিলে ❤️

    ছেড়ে যেও না বলে সারা জীবন ধরে রাখতে যানলে-তুমি ভালোবেসে ছিলে
    রাতে ঘুমাতে গেলে তার ঘুম নিয়ে চিন্তা আসলে – ভালোবেসে ছিলে
    হুট করে তাকে ভেবে চোখে জল আসলে, -ভালোবেসে ছিলে
    তার বেদনার দিনে যদি তোমার কষ্ট হয় তবে -তুমি ভালোবেসে ছিলে
    তাকে পাবেনা জেনেও যদি তোমার ভালোবাসা আরো তীব্র হয় তে- ভালোবেসে ছিলে
    ক্যাম্পাসের সেই চিরচেনা গাছটার নিচে তুমি নেই জেনেও মন বলছে তুমি এখানেই আছ তবে,তুমি ভালোবেসে ছিলে
    তাকে ছুয়ে নয়, মনের চাদর দিয়ে আগলে রাখতে পারলে, -তুমি ভালোবেসে ছিলে
    তার পাগলামিগুলো ভেবে একা একা হেসে দাও তবে -তুমি ভালোবেসে ছিলে
    তার অক্ষমতা যেনেও যদি তার প্রতি দুর্বল হও তবে-তুমি ভালোবেসে ছিলে
    তুমি আজ সত্যিই ভালোবেসে ছিলে,
    ❤️❤️

    -রেজওয়ান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।