Skip to content

একদিন এক মনোহারী দোকানে – জালাল উদ্দিন মুহম্মদ

একদিন হঠাৎ দেখি এক মনোহারী দোকান
দাঁড়িয়ে আছে ঢেউয়ের মত।
হয়ত মনের ভুল
দেখি এলোমেলো উড়ছে দোকানের চুল
নাকের ডগায়
পিঠের প’রে, চোখের উপর- আর
হাওয়ায় দুলছে আমার খাঁচার বুলবুল।
ঠোঁটের কোণে লুকোনো অচেনা ইন্দ্রজাল
চোখের গভীরে সাজানো আছে মায়াবী এক নদী
কন্ঠে উপছে পড়ে দুষ্টুমি দুপুর, কখনোবা
মধুমাখা আড়ং সুর-
আমি উন্মন গন্ধ বকুল ।
হাসিগুলি ঝুলে আছে যেন বার্মিজ আচার
পরাণের জিভে জল আটকাতে বাঁধি বালির বাঁধ
বুকের উপত্যকার ভাঁজে আঁচলের মায়াজাল
ইচ্ছে করে কুড়াই কড়ি বুক পকেটের ভেতর; আর
মধ্য-তাকে উদ্ভাসে নাভিফুল জলপুকুর-
সে যে সাঁতার ভালবাসে বিশ্বাসের দামে
বলবে কথা বৈশাখের নতুন ধানে ।
অতঃপর তরে তরে সাজানো আছে
মেহেদীর রঙে আলপনা-আঁকা হাত
জলজঙ্গলের আঁধার মনিপুরী রাত
চকচকে নীল নেল-পোলিশের আরশি আর
তার পড়শি আলতা-রাঙা জোড়া পা
আমার দুচোখ দেখে আপাদমস্তক
মনোহারী দোকান এক, আর
আমি দেখি দু’চোখে স্বপ্নআঁকা মনোহারী মন।

1 thought on “একদিন এক মনোহারী দোকানে – জালাল উদ্দিন মুহম্মদ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।