Jalal Uddin Mohammad

কানারামপুর – জালাল উদ্দিন মুহম্মদ

অবাক কান্ড
বড় বড় রাজপথগুলো ঢুকে যাচ্ছে কানাগলির ভেতর
সুড়সুড় করে ঢুকে যাচ্ছে একে একে
শরীর গলিয়ে ঢুকে যাচ্ছে
মুখে রং-পাউডার মেখে সঙ সেজে ঢুকে যাচ্ছে!

Read More »কানারামপুর – জালাল উদ্দিন মুহম্মদ

এতোটুকু প্রেম – জালাল উদ্দিন মুহম্মদ

তোমার জন্য অপেক্ষা করছিল হেমন্তের শেষ বিকেলের রোদ
কাঁপছিল আঘ্রাণের ধানের শীষে জমানো শিশির , অবশেষে
তুমি এলে জোছনার আড়িপাতা এক নিঝুম সন্ধ্যায়
নকশিকাঁথা ওমে … অতঃপর
কথা বলে, কাকচক্ষু জল

Read More »এতোটুকু প্রেম – জালাল উদ্দিন মুহম্মদ

একদিন এক মনোহারী দোকানে – জালাল উদ্দিন মুহম্মদ

একদিন হঠাৎ দেখি এক মনোহারী দোকান
দাঁড়িয়ে আছে ঢেউয়ের মত।
হয়ত মনের ভুল
দেখি এলোমেলো উড়ছে দোকানের চুল
নাকের ডগায়
পিঠের প’রে, চোখের উপর- আর Read More »একদিন এক মনোহারী দোকানে – জালাল উদ্দিন মুহম্মদ