Skip to content

লাল মাটির এই দেশে – ভোলাদা

লাল মাটির এই দেশে
শিমূল পলাশে
শাল ফুলেরি গন্ধে মাইতে
ভ্রমরা ছুইটে আসে।

মহুল ফুলে বেদম নেশা
জাগায় বুকে ভালোবাসা
তাইতো বঁধু সকাল সাঁঝে
মিটির মিটির হাসে।

শিমূল পলাশ লালে লাল
সোনাঝুরি উথাল পাতাল
লুটায় ভুঁইয়ে শিউলি ঝইরে
শিশির সবুজ ঘাসে।

ডুলুং লদীর ধারে ধারে
কেন্দু পিয়াল সারে সারে
পাখপাখালি কিচিরমিচির
গাইছে মধুর শিসে।

সবাই লাচি পরব আইলে
কেন্দ্রি ধামসা মাদল তালে
দুখের কথা হামদের টুসু
কাঁসাই জলে ভাসে!

মন্তব্য করুন