কবি জয় গোস্বামীর জন্ম(নভেম্বর ১০, ১৯৫৪) কলকাতা শহরে। জীবনানন্দ পরবর্তী যুগে তাঁকেই সবচেয়ে জনপ্রিয় বাংলা কবি ধরা হয়। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়।
সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ‘ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ’ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ‘ঘুমিয়েছ, ঝাউপাতা‘ কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি ‘পাগলী তোমার সঙ্গে‘ কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।
আমাদের পাতায় প্রকাশিত তাঁর কিছু কবিতাঃ
- ১০ নভেম্বর – জয় গোস্বামী
- অজাতক – জয় গোস্বামী
- অভিসার – জয় গোস্বামী
- আইনশৃঙ্খলা – জয় গোস্বামী
- আজ যদি আমাকে জিগ্যেস করো – জয় গোস্বামী
- আমরা তো অল্পে খুশি – জয় গোস্বামী
- আমরা পথিক – জয় গোস্বামী
- ঈশ্বর আর প্রেমিকের সংলাপ – জয় গোস্বামী
- একটি দুর্বোধ্য কবিতা – জয় গোস্বামী
- একটি বৃষ্টির সন্ধ্যা – জয় গোস্বামী
- এসেছিলে, তবু আসো নাই – জয় গোস্বামী
- কবিকন্যা – জয় গোস্বামী
- কলঙ্ক, আমি কাজলের – জয় গোস্বামী
- কীভাবে এলাম এই শহরে – জয় গোস্বামী
- কে বেশি কে কম – জয় গোস্বামী
- ছাই – জয় গোস্বামী
- জগতে আনন্দযজ্ঞে – জয় গোস্বামী
- জলহাওয়ার লেখা – জয় গোস্বামী
- জানি যে আমাকে তুমি – জয় গোস্বামী
- ঝাউ গাছের পাতা – জয় গোস্বামী
- টিউটোরিয়াল – জয় গোস্বামী
- ঢেউগুচ্ছ – জয় গোস্বামী
- তুমি আর তোমার ক্যাডার – জয় গোস্বামী
- দোল : শান্তিনিকেতন – জয় গোস্বামী
- পাখিটি আমাকে ডেকে – জয় গোস্বামী
- পাগলী, তোমার সঙ্গে… – জয় গোস্বামী
- প্রণয়গীতি – জয় গোস্বামী
- প্রাক্তন – জয় গোস্বামী
- প্রেমিক – জয় গোস্বামী
- ফুটকড়াই – জয় গোস্বামী
- বলি – জয় গোস্বামী
- বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে – জয় গোস্বামী
- বিবাহিতাকে – জয় গোস্বামী
- বিবাহের আগে শেষ দেখা – জয় গোস্বামী
- বৃষ্টি ভেজা বাংলা ভাষা – জয় গোস্বামী
- মালতীবালা বালিকা বিদ্যালয় – জয় গোস্বামী
- মেঘ বলতে আপত্তি কি ? – জয় গোস্বামী
- মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী
- যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে – জয় গোস্বামী
- সিদ্ধি, জবাকুসুম সংকাশ – জয় গোস্বামী
- সেই কবিতাটা — জয় গোস্বামী
- স্নান – জয় গোস্বামী
- স্নান করে উঠে কতক্ষণ – জয় গোস্বামী
- স্পর্শ – জয় গোস্বামী
- স্বপ্নে – জয় গোস্বামী
- স্বপ্নে মরা ময়ূর – জয় গোস্বামী
- স্বেচ্ছা – জয় গোস্বামী
- সৎকার গাথা – জয় গোস্বামী
- হৃদি ভেসে যায় অলকানন্দা জলে – জয় গোস্বামী
- হোটেলের ঘরে একজন – জয় গোস্বামী