Skip to content

অন্ধকার আকাশবাতি – জয় গোস্বামী

অন্ধকার আকাশবাতি
এই সড়কে নয়ন

ফাটল, খাদ, গর্ত–সব
ধসে পড়ার সুযোগ

পার ক’রে আর মাটির ওপর
ফুটে বেরোনো দাঁত

ব্যর্থ ক’রে, নিশিজাগর,
জলের নীচে শয়ন!

জলে তৈরী সড়ক, তাতে
আকাশবাতি ফেলে

রাস্তা দ্যাখে অন্ধ–পাশে
এক সন্ধ্যাকাশ

দুই সঙ্গী হাঁটে, তাদের
গমনপথ থেকে

কাঁটা, কামড়, গরল আদি
গুপ্তকীট নাশ!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।