Skip to content

১০ নভেম্বর – জয় গোস্বামী

যে-লেখা পড়ে তোমাদের শুকনো চোখে জল আসবে
সেই লেখা আমার হাত থেকে বেরিয়ে
উড়ে ওই ডালে গিয়ে বসল।
এখন থেকে তাকে পড়তে শুরু করবে পাখিরা।
শুনে-শুনে মুখস্থ হয়ে যাবে গাছেদেরও।
কিন্তু গাছেরা তো কথা বলতে পারে না! কী হবে?
কী আবার হবে!
আমি আর বকুন, দিনে রাতে, কত গাছের গুঁড়িতে
কান রেখে শুনেছি
গাছ, মনে-মনে কবিতা বলছে…

[A]

1 thought on “১০ নভেম্বর – জয় গোস্বামী”

  1. প্রণব কুমার সরকার

    অনেক সুন্দর কবিতাটি। কবিতার কথা ও ভাষা বুঝতে পারলে ,গাছের গভীর হতে,পাতার মর্মরিত ধ্বনীর মাঝেও তার ধ্বনী ,প্রতিধ্বনী শোনা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।