Skip to content

সম্পর্ক – রামকৃষ্ণ প্রধান

একদিন ভোরে উঠে দেখি
মুছে গেছে রক্তের ডোর
আর একদিন ছোট ছোট স্নেহের বাঁধন
প্রাচীন অথচ এই নবীন স্বার্থ
বাস করে সম্পর্কের অনুভূমিক তলে ।
গলা জড়িয়ে চুমু দেয় প্রেম 
বলে- ‘বলো না দেবে ওই সীতাহার’
কৃত্রিম সোহাগ….!
আরো চাই আরো চাই
গাড়ী, বাড়ি, টাকা, গহনা সিন্ধুক
পথে পথে ঘুরে দেখি চারপাশ
সকলেই শানিয়েছে খুর….!
কুহক ভালোবাসায় রঙ ঢেলে
জন্ম নেয় বন্ধু, ভাই বোন, কাকা, মাসি
আর একদিন চুরি যায়
বিধবার লক্ষ্মীর ভাঁড় ।
রক্তের কনিকায় কনিকায় পড়ে থাকে
শত্রুর বীজ….
সম্ভোগের আগে স্খলিত হয়
নিঃস্বার্থ মানুষ ।

রামকৃষ্ণ প্রধানের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন

1 thought on “সম্পর্ক – রামকৃষ্ণ প্রধান”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।