Skip to content

রহস্যের চাবি – শক্তি চট্টোপাধ্যায়

রহস্যের চাবিখানি দাও,
তুলে রাখি |
হারিয়ে যায় না যেন ঝর্ণার জঙ্গলে—

রহস্যের চাবি দিয়ে পদ্যের দরোজা
খুলতে হবে |
যে-মানুষ রহস্য বোঝে না—
তার কাছে এ-পৃথিবী,
শুকনো বাদাম-খোসা যেন !
সুতরাং চাবি দাও,
আমি তাকে সাবধানে রাখি |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।