Skip to content

বান্ধবীকে – টুটুল দাস

সন্ধ্যেগামী হাত রেখেছিস ভুল মানুষের কাঁধে
রাস্তাগুলো উড়ছে উড়ুক ব্যালকনি আর ছাদে।

ছাদের তলায় চৈত্রযাপন, রুমালে মোছা ঘাম
সে রুমালে মুছতে পারিস পুরানো ডাকনাম।

নামের ভিতর ঘুণপোকাদের অবাধ বসবাস
ট্রাম ছুটে যায় উড়ালপুলে, ট্রামের চৈত্রমাস।

চৈত্রবেলা আগুন মেখে, হাতে রেখেছি হাত
রোজ দু’বেলা নিয়মমাফিক শহরে বৃষ্টিপাত।

বৃষ্টি আসুক বান্ধবীদের জুঁই বকুলের বনে
ভেজার মতো আকাশ খুঁজি বন্ধুপ্রেমিকজনে।

প্রেমিকগুলো চাতক পাখি, মরুভূমিতে ঘর
রিক্সাটুকুই শেয়ার করুক, বান্ধবীদের বর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।