Skip to content

ভালোবাসার নাম দেবো কি ফাঁকি? – টুটুল দাস

অচেনা সেই শঙ্খচিলের ঘরে
ছোঁয়াচে রোগ, উইন্ডোজ স্ক্রিন
রাত বাড়ছে দীর্ঘশ্বাসের পরে
ড্রয়ারে রাখা জমানো ক’টা ঋন।

চুপটি বসে কংক্রিট জঙ্গল
কক্ষপথে সাজিয়ে রাখা ছাতা
চুপিসারে কয়েক’লক্ষ ছোবল
চিঠির মাঝে ফুরিয়ে গেছে খাতা।

আগুন চুরি দাবানলের বুকে
দরজা ছেড়ে ভাঙ্গা গেছে ছাদ
জানলা দিয়ে খানিকটা প্রেম ঢুকে
বন্যা ভীষন, বিছানাপাড়ে বাঁধ।

প্রেমের গন্ধে রোদ মাখানো শহর
কবিতা শুধু ওড়না দিয়ে ঢাকি
ওড়না গেছে উড়ে, নাইতো খবর
ভালোবাসার নাম দেবো কি ফাঁকি??

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।