Skip to content

বনে চলে বনমালী বনমালা দুলায়ে – কাজী নজরুল ইসলাম

[A]

কাফি ঠুংরি

বনে চলে বনমালী বনমালা দুলায়ে!
তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে॥
ললিত মধুর ঠামে কভু চলে কভু থামে,
চাঁচর চিকুরে বামে শিখী-পাখা ঢুলায়ে॥
ডাকিছে রাখালদলে, ‘আয় রে কানাই’ বলে
ডাকে রাধা তরুতলে ঝুলনিয়া ঝুলায়ে॥
যমুনার তীর ধরি চলুছে কিশোর হরি,
বাজে বাঁশের বাঁশরি ব্রজনারী ভুলায়ে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।