Skip to content

বরষ মাস যায় – সে নাহি আসে – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু-কাফি-মিশ্র ঠুংরি

বরষ মাস যায় – সে নাহি আসে,
বরষ মাস যায়।
সখী রে সেই চাঁদ ওঠে নভে
ফুলবনে ফুল ফোটে বৃথায়॥
একা সহি মৌন হৃদয়-ব্যথা,
আমার কাঁদন শুনি
সে মোর যদি ব্যথা পায়॥
মরমর ধ্বনি শুনি পল্লবে চমকিয়া উঠি সখী
ভাবি বুঝি বঁধু মোর আসিল।
যে যায় চলিয়া, চলিয়া সে যায় চিরতরে
ফিরে আর আসে না সে হায়॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।