Skip to content

ডানাওলা কবিতা – নবারুণ ভট্টাচার্য

বাতাসে টাকা উড়ছে
তুমি ভাবলে প্রজাপতি
এবং লিখে ফেললে
একটি হালকা, রঙিন কবিতা
আকাশে উড়ছে যুদ্ধবিমান
তুমি ভাবলে পাখির ঝাঁক
এবং সেই লিখে ফেললে
একাধিক ডানাওলা কবিতা

এইভাবেই
তুমি বুলেটকে ভেবেছ লিপস্টিক
বোমার ধোঁয়াকে ভেবেছ মেঘ
তাই শিশুদের ছেঁড়া হাত
বুকফুটো মানুষ, বিধ্বস্ত হাসপাতাল
কিছুই তোমার চোখে পড়েনি
তোমাকে বোকা বললে পুরোটা বলা হল না
ওয়েস্টপেপার বাস্কেটরাও চিৎকার করে বলছে
তোমার কবিতা তারা নিতে চায় না

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।