Skip to content

কখনো বুকের মাঝে ওঠে গ্রীস – শক্তি চট্টোপাধ্যায়

কখনো বুকের মাঝে ওঠে গ্রীস
শিল্পের দক্ষিণপার্শ্ব ভ’রে কালো নীরব তুহিন জ’মে যায় |
রুদ্ধ অভিমান করস্পর্শে যে মোছাতে পারে
সেই অনাবশ্যকতা আমায় একাগ্র রেখে
একদিকে চ’লে গেছে |

অতগুলি বাগানের তীব্র ফল, আমি একা
অস্ত্রের গৌরবহীন
প’ড়ে আছি |

তুমি আজো ভীত আজো রুগ্ ণ হয়ে ওঠো |
চাদরের নিরুপম তপ্ত দুঃখে শিমূলের মতো
তোমার আচ্ছন্ন রাখি, হে বিষণ্ণ মহত্ত্বরহিত মাতা
তোমাকেও |

অতিশয় প্রেম নানাদিকে যায় পথিকের |
আর স্তব্ধ লোভ গ্রীস যেন অমল মুকুট তুলে ধরে
অতগুলি বাগানের তীব্র ফল, আমি একা
অস্ত্রের গৌরবহীন
প’ড়ে আছি |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।