Skip to content

ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু – কারফা

ও মন রমজানের ওই রোজার শেষে
এল খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে
শোন আশমানি তাকিদ॥
তোর সোনাদানা বালাখানা
সব রহে লিল্লাহ্
দে জাকাত মুর্দা মুসলিমের আজ
ভাঙাইতে নিদ॥
তুই পড়বি ঈদের নামাজ রে মন
সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজি মুসলিম
হয়েছে শহিদ॥
আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন
হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল
ইসলামে মুরিদ।
যারা জীবন ভরে রাখছে রোজা
নিত-উপবাসী
সেই গরিব এতিম মিসকিনে দে
যা কিছু মফিদ॥
ঢাল হৃদয়ের তোর তশতরিতে
শিরনি তৌহিদের,
তার দাওত কবুল করবেন হজরত,
হয় মনে উমিদ॥
তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে
ইঁট পাথর যারা
সেই পাথর দিয়ে তুল রে গড়ে
প্রেমেরই মসজিদ॥
[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।