Skip to content

ও কে সোনার চাঁদ কাঁদে রে – কাজী নজরুল ইসলাম

[A]

ও কে সোনার চাঁদ কাঁদে রে
হেরা গিরির পরে!
শিরে তাঁহার লক্ষ কোটি
চাঁদের আলো ঝরে॥

কী অপরূপ জ্যোতির ধারা নীল আশমান হতে
নামে বিপুল স্রোতে,
হেরা পাহাড় বেয়ে বহে সাহারা মরুর পথে–
সেই জ্যোতিতে দুনিয়া আজি ঝলমল করে॥
আগুনবরন ফেরেশ্‌তা এক এসে
খোদার হাবিব জাগো জাগো, বলে হেসে হেসে॥
নবুয়তের মোহর দিল বাহুতে তাঁর বেঁধে
তাজিম করে কদমবুসি করে কেঁদে কেঁদে;
সেই নবিরই নামে আজি দুনিয়া দরুদ পড়ে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।