Skip to content

আগমনী – প্রদীপ বালা

তোর সাথে ফের অবাক দেখা শহর যখন মুড়ছে শীতে
কেনাকাটায় ব্যস্ত সবাই পাচ্ছে নাকি দেদার ফ্রীতে

আমার আবার অভ্যাসে দোষ সিগারেটের উষ্ণতা চাই
যখন দেখি শহর জুড়ে কিচ্ছুটি আর কিচ্ছুটি নাই

তখন শরীর উষ্ণতা চায় স্নিগ্ধতা চায় শান্ত ওমের
যেভাবে ঠিক পসরা সাজায় শরীর ভেজা গন্ধ ঘামের

যেভাবে ঠিক শহর দাঁড়ায় বুকের মাঝে অন্ধকারে
যেভাবে ঠিক সন্ধ্যা বিকোয় গড়িয়াহাটে শ্যামবাজারে

যেভাবে কেউ জীবন পোড়ায় ধরতে গিয়ে আগুন পাখি
সেভাবে তোর একেকটা তীর বুকের ভেতর আগলে রাখি

সেসব তীরের ফলায় যত বিষ ছিল সব শুকিয়ে গেছে
তার বদলে নষ্ট হাওয়ায় আগমনীর কষ্ট আছে

কষ্ট আছে কষ্ট বাঁচে কিনছে সবাই দেদার ফ্রীতে
তোর সাথে ফের অবাক দেখা শহর যখন মুড়ছে শীতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।