Skip to content

শীত পার্বণ – সুপ্রতীম সিংহ রায়

ঝিলমিল শেষে সব একাকার
হিমেল হাওয়ায় বরফ জোগায়,
শীতঘুম আর কুয়াশা পরশ
উৎসব দিন নিভৃতে ঘুমায়।

পৌষের ভোর হিম হিম ভাব
লেপ মোড়া রাত দমকা আদর,
মাফলারে মুখ ঢাকা পড়ে যায়
বাড়তি গায়ে পশম চাদর।

কফিমগ ধোঁয়া তোমার সকাল
আমার বুকে মাদল বাজে,
পিকনিক ভোরে প্রথম দেখা
সরস্বতী মুখ, চোখের খাঁজে।

সূর্য তাপের দম্ভ ছোট
রাত্রি পাওনা বাড়তি ক্ষণ,
হলুদ শাড়ি, অঞ্জলী দেওয়া
বুক ধুকপুক কিশোরী মন।

এবার তবে হাত-গা সেঁকি
পাপপোড়া সব নিভু আগুনে,
উষ্ণতা ওম বুক ভরে নিই
রং মাখব ফের ফাগুনে।

আর কটা দিন এমনই কাটুক
হিমেল হাওয়ার বরফ চেখে,
বেশ চলে যাও, যদি ডাকে দোল
শেষ চুমু দেব আদর মেখে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।