Skip to content

ভালর জন্যে – শক্তি চট্টোপাধ্যায়

আমি যদি ইচ্ছা করে দুষ্টু বাবুই হয়ে থাকি
তার কী চিকিচ্ছে আছে ?
যতই কেন মিষ্টুনি নাম দিক না হলদে বড় বাড়ি
ভাবছ আমি ভাল হব ?
বয়েই গেছে ভাল হতে |

এই বাড়িটার বড়দি-মণি আলেমানের পুতুল দিতে
ওরা দেবে কচু-কলা |
দেখছ না মা শ-র ষ-র ফলার মতন ওদের পাটকাঠিভাব—
চশমাখানা বদল করো
তবেই তো ঠিক দেখতে পারো |

হোক না ছোট মাঠকোঠা এই স্কুল বাড়িটা
কী করে যে ছড়া শেখায়, বাংলা ছড়া
ভায়ের মতন ইনজিরি না, ম্লেচ্ছভাষা
কী লাভ শিখে, স্বপ্ন কি ইনজিরিতে হয় !

তবেই বলো
দুষ্টু থাকতে চাইলে কি চিকিচ্ছে আছে ?
উপরন্তু জানাশোনা
সে-সম্পর্ক উড়িয়ে দেওয়া যায় নাকি মা এক কথাতে ?
তুমিই বলো |

ঐ ছোট ইস্কুলে চলো
দ্যাখো কী হয়
—একটি বছর, তার বেশি নয়
ভাল হব, ভাল হব, ভাল হবই !

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।