Skip to content

প্রিয়তমার উদ্দেশ্যে – জয়নাল আবেদীন

প্রিয়তমা আমি তোকে ভুলতে পারিনি
ভুলতে পারিওনা!
যেদিন হায়েনার পেট্রোলবোমায় তুই দগ্ধ হলি
ভিষণ যন্ত্রনায় কাতরাতে কাতরাতে ভষ্ম হয়ে গেল
তোর সুন্দর সযত্নের শরীর

আমিও তখন ভিষণ যন্ত্রনায় ছটফট করেছি
দুর পরবাসে –
অনেক কেঁদেছি আর ঈশ্বরকে বলেছি
তুমি যদি সত্যি-ই থাকো আমার প্রিয়তমার যন্ত্রনা কমিয়ে দাও!

ঈশ্বর আমার কথা শুনলেন
এবং-
তুই আমাকে ছেড়ে চলে গেলি স্বর্গরাজ্যে;
দগ্ধতার সেকি যন্ত্রনা পৈশাচিক কি করে বুঝবে?

অর্ধাঙ্গিনী যখন বাঁচাও বাঁচাও বলে নির্বোধ জনতার সামনে চিল্লাইতে থাকে
তখন নিশ্চুপ থাকে শুয়োরের দল!

সত্যি বলছি অশ্রুসিক্ত নয়নে বলছি
আমি তাদের মানুষ মনে করিনা
এমনকি জানোয়ারও না ;
আমি তাদের মনে করি ঈশ্বরের নিকৃষ্ট সৃষ্টির উচ্ছিষ্ট বস্তু!

প্রিয়তমা আজ আমি হাহাকার করছি
আমার হাহাকারে মানুষরুপী নেকড়ে হায়েনার উপর আকাশ ভেঙে পড়ুক!
নরগের উত্তপ্ত কয়লাদন্ড তার জিহ্বায় পড়ুক
পথে ঘাটে পরে থাকুক তা-রও আপনজন
যেন সে বুঝতে পারে নিঃশেষ হয়ে যায়!!

প্রিয়তমা ভালো থেকো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।