Skip to content

আমার কাছে এখনো পড়ে আছে
তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি
কেমন করে তোরংগ আজ খোলো?
থুতনিপরে তিল তো তোমার আছে
এখন? ও মন নতুন দেশে যাবি?
চিঠি তোমায় হঠাত্‍ লিখতে হলো ।
চাবি তোমার পরম যত্নে কাছে
রেখেছিলাম, আজই সময় হলো –
লিখিও, উহা ফিরত্‍ চাহো কিনা?
অবান্তর স্মৃতির ভিতর আছে
তোমার মুখ অশ্রু-ঝলোমলো
লিখিও, উহা ফিরত্‍ চাহো কি না?

[A]

1 thought on “চাবি – শক্তি চট্টোপাধ্যায়”

  1. কবিতা টি অসাধারন । এবং রসত্তির্ন । কয়েকটি সাধারণ কথা , ভীষণ রকমের গদ্যময় বর্ণনা , আর তার পরেই অভাবনীয় একটি স্মৃতি , যা সারা জীবনের মত থেকে যায় – ফেরৎ দেয়া যায় না , যাবে না । লিখেছে একটা কেজো, সরকারি সাধু ভাষায় – ‘”উহা …
    অভাবনীয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।