Skip to content

ট্রেন ভ্রমণ
মোঃ ইব্রাহিম হোসেন

ইস্টেশনে গেলাম আমি
অনলাইনে টিকিট কিনে,
প্রবেশ করা নিষেধ জারি
সেথায় জানি টিকিট বিনে।

ট্রেনে আসন গ্রহণ করে
সিটে বসে জানলা খুলে,
কতো দেখি সৃষ্টির দৃশ্য
নাই বাতাসে বৃক্ষ দুলে।

নিরাপদ এ ভ্রমণ যেনো
ধাক্কাধাক্কি নাই যে তাতে,
নাইরে হঠাৎ ব্রেক যে কোনো
আনন্দে সব যাত্রী মাতে।

বাসের মতো নাই কোলাহল
জংশনেতে কিছুক্ষণে,
থমকে গেলে রেলগাড়িটা
যাত্রী তবু তুষ্ট মনে।

আবার দেখি রেলের ধারে
ছোট ছোট খুপরি বাড়ি,
চারিদিকে জলাশয়ে
কষ্টে সবার নজর কাড়ি।

চলতি পথে দেখি কতো
ক্ষেত-খামারে ফসল ভরা,
সোনালী ওই ফসল গুলো
তুলছে কৃষক ঘরে ত্বরা।

ওই যমুনার সেতুই যখন
ট্রেনটি চলে ধীরে ধীরে,
কতক দৃশ্য চোখে পড়ে
নৌকা ভাসে নদীর তীরে।

দূর আকাশে চেয়ে দেখি
প্রভুর কতো লীলাখেলা!
শীত আভাসে কুয়াশাতে
গগন ‘পরে মেঘের ভেলা।

আল্লাহ একক অদ্বিতীয়
তাঁর সমতুল কেবা আছে ?
তাঁর দয়াতে সৃষ্টি সকল
রিজিক পেয়ে প্রাণে বাঁচে।

সব কিছু তো চলছে ভবে
সৃষ্টিকারীর এক ইশারা,
ট্রেন ভ্রমণে শিক্ষা পেলাম
আল্লাহ বিনে নাই কিনারা।

(রচনা: ১০-১২-২০২২ ইং)

মন্তব্য করুন