Skip to content

0 শূন্য খুঁজি – পার্থ বসু

শূন্য আকাশ শূন্য বাতাস
শূন্যে যে সব ভরা,
চলবে না যে জীবন খানি
শূন্য কে ঐ ছাড়া।

শূন্য হয়ে সূর্য খানি
রোজ ভোরে দেয় হানা,
ব্যর্থ প্রেমে শূন্য বুঝি
হলো হৃদয় খানা।

অংকে খোকন শূন্য পেয়ে
হরায় মুখের হাসি,
মুদ্রা খনির মূল্য বাড়ে
যদি শূন্য থাকে বেশি।

অহঙ্কারে পূর্ণ সে পা
শূন্যে ফেলে কেহ,
শূন্য হয়ে জীবন খানি
ছাড়বে সাধের দেহ।

যতই থাকুক টাকা কড়ি
যতোই ধন,
মনের মাঝে শান্তি পেতে
শূন্য করো মন,,

শূন্য আকাশ শূন্য বাতাস
শূন্যে যে সব ভরা,
শূন্যে দেখো শূন্য হয়ে
ঘুরছে তোমার ধরা,

শূন্য জুড়ে অসীম আকাশ
সকল গ্রহ তারা
শূন্য যে ঐ বিশ্বব্রহ্মান্ড
শূন্য দিয়েই গড়া
আমি আপন মনে শূন্য খুঁজি
যদি যায় গো তাকে ধরা।।

মন্তব্য করুন