Skip to content

৮ই মার্চ নারী দিবস – শিপুল বাছাড়.(মূল কাব্য গ্রন্থ – জেহাদ)

পুরুষ ,আমি তোমার
শয্যাসঙ্গী হোতে চাই না।
চেয়েছি তোমার সহযোদ্ধা হতে।
তোমার মতো আমার ও সমান যোগ্যতা আছে,
আমার যোগ্যতা প্রদর্শনের
জায়গা ছেড়ে দাওনি,
জায়গা দিয়েছ বিছানায়,
নানান অছিলায়
আমার মর্যাদা খর্ব করেছ।
তার পর ও তুমি বলবে
আমি নারী সব পেয়েছি?
আমি জননী
মাতৃত্ব বোধ আছে আমার।
আর এখানেই তুমি
সর্বোচ্চ দুর্বল ভাবো আমাকে।
তুমি ভাবতে পারো না নারী ও মানুষ!
অনেক বোঝাপড়ার মধ্যে
একটা দিন ধার্য হয়েছে ‘৮-ই’ মার্চ!
অধিকার আদায়ের দিন
স্বাধীনতা এখনো পাইনি।
লাঞ্ছিত, বঞ্চিত নারীরা জড়ো হই,
সুখ দুঃখের আর অধিকারের কথা হয়।
দিনটা ফুরোয়
ফুরোয় আমাদের অধিকার,
খাতা কলমে, সোশ্যাল মিডিয়ায়
থেকে যায় ‘৮-ই’ মার্চ নারী দিবস।
পর দিন আবহমান কালের বেড়াগণ্ডি
আবার আমাদের আড়াল করে
সময় বয়ে চলে।
আবার নারীরা প্রতিক্ষায় থাকি
আর একটা ‘৮-ই’ মার্চ এর।

সেই দিন কবে আসবে ?
নারী নয়, যৌনসঙ্গমের যন্ত্র নয়,
আর অন্য কোনো পরিচয়ে নয়,
শুধু মানুষের পরিচয়ে বাঁচাতে পারবো ?
ক্যালেন্ডারের পাতায়
৮-ই মার্চ কে রং করে রাখতে হবে না।
৮-ই মার্চ থেকে যাবে
মার্চ মাসের একটা সাধারণ দিনের মতো।
সে দিন আর ঘটা করে বলতে হবে না
নারীকে তার অধিকারের কথা ।।

মন্তব্য করুন