Skip to content

কি জানি কি ছিল ওদের বিস্ময়কর চিন্তা!
মীর জাফরের বংশধর ২১আগষ্টের জান্তা ?
ট্রাকের মঞ্চে দাঁড়িয়ে বিদায় নেওয়ার প্রাক্কালে
মৃত্যুর মখোমুখি শেখ মুজিবের কন্যা বিকালে!
সম্মুখে সারি সারি লাশ গগণ বিদারী কান্না,
কেউ আসেনি, কেউ দেখেনি এ রক্তের বন্যা।
ওরা চেয়েছিল চির বিদায় জানাতে
কিন্তু বেঁচে গিয়েছিল প্রভূর অশেষ রহমতে।
আকাশ বাতাস কম্পিত হয়েছিল,অশ্রু ঝরেছিল
রক্তের ছোপ ছোপ দাগ পীছ ঢালা রাজপথে পড়েছিল
ওরা ঠাট্টা বিদ্রেুাপ করেছিল
ওরা চেয়েছিল আরেকটি ১৫ আগষ্ট !
চেতনার বুকে দিতে চেয়েছিল মুগুর ডান্ডা
মুহুর্মুহু গ্রেনেড হামলায়
মুখরিত প্রাণগুলো ঠান্ডা !
দিক- বেদিক ছুটেছিল
কেউ আশ্রয় দেয়নি, চিকিৎসা দেয়নি, ধরেনি পুলিশ !
উল্টো মুজিব কন্যার দিকেই রকমফের নালিশ!
সারা বিশ্ব হয়ে গেলো দৃঢ় হতভম্ব !
ওদের বংশধরেরা চেয়েছিল ভাঙ্গতে এ শক্ত স্তম্ভ।
বঙ্গ কন্যা হারেনি, লক্ষ শহীদের রক্ত পিছু পিছু
সাহসি করে তার প্রাণ !সে করবে না কভূ মাথানীচু।
ওরা জানেনা বাঙালির চেতনা কত দূর !
২১ আগষ্টের জান্তা এখনো সেই রক্ত, সেই দোসর !
পরাজিত পাকিস্তানের গুপ্ত চর !
——————————————–

মন্তব্য করুন